দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি স্কুলে দশম কন্যাশ্রী দিবস পালিত হল আজ।

0
80

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  কন্যাশ্রী প্রকল্পে জেলায় তৃতীয় স্থান অধিকার করল কুশমন্ডি উচ্চ বিদ্যালয়।আজ কন্যাশ্রী দিবস। ২০১৩ সালে পথ চলা শুরু রাজ্য সরকারের তৈরি এই কন্যাশ্রী প্রকল্পের। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেয়েদের নগদ সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। আর্থিক সমস্যার কারণে অনেক মেয়েরাই পড়াশোনা করতে পারে না। তার জন্যই এই প্রকল্প। সাইকেল র‍্যালির মধ্যে দিয়ে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি স্কুলে দশম কন্যাশ্রী দিবস পালিত হল আজ। এই র‍্যালিটি সদর শহর পরিক্রমা করে। যোগ দিয়েছিল স্কুল পড়ুয়ারা। উপস্থিত ছিলেন কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমন্ডি স্কুল কন্যাশ্রী প্রকল্পে তৃতীয় স্থান অধিকার করেছে।
এই প্রসঙ্গে কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জন কর্মকার জানান, আমাদের বিদ্যালয় জেলার মধ্যে কন্যাশ্রী প্রকল্পে তৃতীয় স্থান অধিকার করেছে। এতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।তিনি আরোও জানান, এই জনমুখী প্রকল্প লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা করেছে যা আগামী দিনে আমাদের রাজ্য গোটা দেশকে পথ দেখাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here