নিজস্ব সংবাদদাতা, মালদা :- পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকার কথা জানিয়ে সোমবার বাতিল হয়ে গেল পূর্বনির্ধারিত হবিবপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। ঘটনায় সংখ্যা গরিষ্ঠতা না থাকা তৃণমূলকে সন্তুষ্ট করতেই এমন সিদ্ধান্ত বলে বিজেপির অভিযোগ। এদিন পূর্ব নির্ধারিত সময়ে বোর্ড গঠনের জন্য বিজেপির লোকজন হবিবপুর ব্লক প্রশাসনের কার্যালয়ে এসে বোর্ড গঠন স্থগিতের নোটিশ টাঙানো দেখে ক্ষুব্ধ হন।হবিবপুর গ্রাম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তারিখ পিছিয়ে দেওয়ার অর্ডার জারি করলো ।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রায় এগারোটা নাগাদ বিজেপি সমর্থকরা হবিবপুর বিডিও অফিসে আসলে তারা জানতে পারে আজ বোর্ড গঠন হচ্ছে না পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত করা হয়েছে জানতে পেরে ব্লক জুড়ে শোরগোল পড়ে যায় বিজেপি সমর্থকদের মধ্যে বিজেপি সমর্থকরা চিৎকার শুরু করে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে বোঝানো হয় অবশেষে নোটিশ হাতে করে তারা ফিরে যায়।জানা গিয়েছে,হবিবপুর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩৩ টি। বোর্ড গঠনের জন্য প্রয়োজন ১৭ সদস্যের। নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপি- ১৭, তৃণমূল- ১৩, সিপিআইএম- ২ এবং কংগ্রেস- ১ টি আসনে জয়ী। গেরুয়া শিবিরের অভিযোগ, হবিবপুর পঞ্চায়েত সমিতিতে মহিলা তপশিলি জাতি সংরক্ষিত একটি আসনে বিজেপি’র এক বিজয়ী প্রার্থী সুলেখা সিংহের জাতিগত শংসাপত্র ভুয়ো বলে বাতিল করেছে তৃণমূলকে সন্তুষ্ট করতে। এদিন বিজেপির বিধায়ক জয়েল মুর্মু ক্ষোভ প্রকাশ করে বলেন,পঞ্চায়েত সমিতিতে বিজেপির বিজয়ী প্রার্থী সুলেখা সিংহের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বঞ্চিত করার ষড়যন্ত্র করে তাঁর জাতিগত শংসাপত্র বাতিল করেছে প্রশাসন। তৃণমূলকে খুশি করতেই এই ব্যবস্থা। সোমবার বোর্ড গঠনের ভোট ছিল।এদিন আমরা এসে দেখি বেলা সাড়ে এগারোটা নাগাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ না থাকার কথা উল্লেখ করে বোর্ড গঠন স্থগিত রাখার নোটিশ টাঙাচ্ছে। এই বোর্ড গঠনের দিন ধার্য করেছিল প্রশাসন। তাহলে কেন পুলিশি ব্যবস্থা আগে নেওয়া হয়নি। আসলে বিজেপি যাতে বোর্ড গঠন করতে না পারে এটা সেই চক্রান্ত।এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা আদালতে যাবো। এখন দেখার হবিবপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।