বড় ডাকঘর মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পথ চলতি থেকে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিলি করলেন রাজনৈতিক দলের প্রতিনিধি।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ-জাতীয় পতাকার সন্মান ও মর্যাদার আসনে বসিয়ে জাতীয় পতাকা বিলি করছেন রাজনৈতিক দলের প্রতিনিধি।হরঘর তিরঙগা সেই কথাকে সামনে রেখেই জাতীয় পতাকা বিলি করছেন বিজেপির প্রাক্তন জলপাইগুড়ি জেলার সহ সভাপতি অলোক চক্রবর্তী। এইদিন জলপাইগুড়ি শহরের বড় ডাকঘর মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পথ চলতি থেকে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিলি করেন। তিনি বলেন অমৃত মহৎউৎস এক বছর থেকে শুরু হয়েছে।যা13,14,ও 15 আগষট এই বছর সমাপ্তি হবে।সবার মধ্যে জাতীয়তা বোধ বজায় রাখার জন্য ই এই অমৃত মহৎসব।তাই সব শ্রেণীর মানুষের মধ্যে হরঘর তিরঙগা পৌঁছে দেবার জন্য ই এই উদ্যগ নেবা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *