সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- ঈদের খুশির দিন বিষাদে পরিণত হয়েছে সামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর কাঁকুরিয়া এলাকার এক পরিবারের কাছে। ঈদের দিন সকাল ৯টা নাগাদ মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দুই নাবালিকা বোন—রিমা খাতুন (১৪) ও রিমি খাতুন (৭)। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির বড় মেয়ে রিমা ও ছোট মেয়ে রিমি ঈদের আনন্দে মেলায় যাওয়ার কথা বলে বেরোয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে পরিবার। ঈদের পরদিনই সামশেরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পরিবার ও পুলিশের দাবি, কিছুদিন আগে বর্ধমান স্টেশনের আশপাশে দুই বোনকে দেখা গেছে বলে খবর পাওয়া গিয়েছিল, কিন্তু এরপর তাদের আর খোঁজ মেলেনি।
নিখোঁজ দুই বোনের মধ্যে বড় বোন রিমা খাতুনের বয়স ১৪ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল-খয়েরি রঙের লং চুরিদার। ছোট বোন রিমি খাতুনের বয়স ৭ বছর, গায়ের রং শ্যামলা, পরনে ছিল হলুদ-সাদা রঙের ফ্রক। উভয়ের স্বাস্থ্য পাতলা।
মা মর্জিনা বিবি মেয়েদের খোঁজ না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার জুড়ে এখন শুধুই কান্নার রোল।
পরিবারের তরফে একটি আবেদন জানানো হয়েছে—যদি কেউ এই দুই কন্যার সন্ধান পান, তবে যেন দ্রুত যোগাযোগ করা জানাবেন । মেয়েদের ছবি ও পরিবারের যোগাযোগ নম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
পিতা জাকির শেখের একান্ত অনুরোধ—
“আপনারা যদি কোথাও দেখে থাকেন বা কিছু জানতে পারেন, দয়া করে আমাদের জানাবেন। একটি শেয়ার আমাদের মেয়েদের ফিরিয়ে দিতে পারে আপনাদের একটি শেয়ার পরিবারে ফিরে পেতে পারে, তাদের দুই সন্তানকে।
যোগাযোগ নং-9679404025/8250979958
Leave a Reply