স্পেশাল কম্পেনিং এর মাধ্যমে বিদ্যালয়ের নলকূপের ও শিশুদের জন্য ব্যবহৃত পরিস্রুত পানীয় জলের ওয়াটার পিউরিফায়ার এর জল সরাসরি শিশুদের ও শিক্ষক শিক্ষিকা দের নিয়ে হাতে কলমে পরীক্ষা করে দেখানো হয়।

নিজস্ব সংবাদদাতা , হাওড়া :- ‌ বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসক দিবসে শিশুদের জন্য অনন্য উদ্যোগ।বিদ্যালয়ের পানীয় জলের মান নির্ণয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার এর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলজীবন মিশানের স্পেশাল কম্পেনিং এর মাধ্যমে বিদ্যালয়ের নলকূপের ও শিশুদের জন্য ব্যবহৃত পরিস্রুত পানীয় জলের ওয়াটার পিউরিফায়ার এর জল সরাসরি শিশুদের ও শিক্ষক শিক্ষিকা দের নিয়ে হাতে কলমে পরীক্ষা করে দেখানো হয়।একেবারে ল্যাবরেটরি টেস্টের মতো করেই দেখানো হয় উভয় জলের মানই শিশুদের পানের উপযুক্ত ও পরিস্রুত ।নলকূপ ও পিউরিফায়ার উভয় জলেই আয়রনের মাত্রা খুবই কম,যেটা শিশুদের ক্ষেত্রে একেবারে নিরাপদ।এই রকম এক অভিনব উদ্যোগ দেখে শিশুরা খুবই উৎসাহিত এবং অভিভাবকরা নিশ্চিন্ত হন।শিক্ষক শিক্ষিকারাও এমন কর্মসূচি দেখে সমৃদ্ধ হন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – ” হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে পূর্বেই সাবমারসাল যুক্ত গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন,বিদ্যালয়ের ক্রিয়াকলাপ দেখে রোটারি ক্লাবের পক্ষ থেকে ৩ টি ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয়েছে। পিউরিফায়ার থেকে শিশুরা পরিস্রুত পানীয় জল পান করছে।পশ্চিমবঙ্গ সরকার এর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলজীবন মিশনের স্পেশাল কাম্পেনিং সচেতনতা শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের পানীয় জলের সঠিক মান নির্ণয় করে দেওয়ায় আমরা শিশুদের নিয়ে নিশ্চিন্ত ,উৎসাহিত ও গর্বিত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *