পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৭৭ তম স্বাধীনতা দিবস। দেশের সমস্ত জায়গায় গর্বের সাথে পালিত হচ্ছে এই স্বাধীনতা দিবস। বর্ধমান শহরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা দিবস পালন করছেন। সেই মর্মে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মর্যাদার সাথে পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব ও সংগঠন গুলিতে মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি এবং বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নাজমুন আরা বেগম। ক্যামেরার মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মর্যাদার সাথে আমাদের এই ওয়ার্ডে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মানুষের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয় আজ কারণ গোটা ভারত বর্ষ ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই মর্যাদার সাথে আমাদের এই দিনটি পালিত হয়।
বর্ধমান শহরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা দিবস পালন করছেন।

Leave a Reply