রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- মহরম উপলক্ষে আকর্ষণীয় মহরম উপলক্ষে খোদাইবাগ গ্রামে লাঠিখেলার আয়োজন
মহরম উপলক্ষে আকর্ষণীয় লাঠি খেলার আয়োজন করা হয় রাজনগর খোদাইবাগ গ্রামে৷ খোদাইবাগ এর পরিচালনায় ৯ জুলাই রাত্রে অনুষ্ঠিত হয় বিভিন্ন টিমের খেলা। স্থানীয় টিম ছাড়াও বাইরের টিম তাতে অংশ নেয়৷ এই খেলায় অংশ গ্রহণ করে কয়থা, দামপাড়া, খোদাই বাগ প্রভৃতি টিম। এদিন মঞ্চে অতিথি রূপে উপস্থিত ছিলেন সেখ নাজু, মহঃ শরিফ, গাফফার খান প্রমুখ। কমিটির সদস্য সেখ তারক, সেখ মুনতাজ, রাজীব, সলেমান, সাহেব খান, সেখ জয়নাল, লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট৷ লাঠিখেলাকে ঘিরে তরুণ যুবাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট৷
গ্রামে লাঠিখেলার আয়োজন, লাঠিখেলাকে ঘিরে তরুণ যুবাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট৷

Leave a Reply