দিলীপ দা আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ নেতা, তার মন্তব্য নিয়ে কোনো বিতর্ক নেই। দলে সবারই নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আছে : সুকান্ত মজুমদার।

হালিশহর, নিজস্ব সংবাদদাতা ১০ই জুলাই, ২০২৫: আজ গুরু পূর্ণিমা উপলক্ষে হালিশহরে নিগমানন্দ আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই পবিত্র দিনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। একইসঙ্গে, দলের আরেক বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।
নিগমানন্দ আশ্রমে ভক্ত ও অনুগামীদের ভিড়ে সুকান্ত মজুমদার বলেন, “গুরু পূর্ণিমার এই শুভ দিনে আমরা সবাই আশীর্বাদ নিতে এসেছি। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে মন ভারাক্রান্ত হয়। মুখ্যমন্ত্রী শুধু বড় বড় কথা বলছেন, কিন্তু মানুষের জন্য কাজ হচ্ছে না। কাটমানি আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাজ্য।”
তিনি সরাসরি ফিরহাদ হাকিমকে নিশানা করে বলেন, “মেয়র সাহেব উন্নয়নের কথা বলেন, কিন্তু কলকাতার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যাগুলো দিনের পর দিন বেড়ে চলেছে। শুধু ফটো তুলে আর ফেস্টুন লাগিয়ে উন্নয়ন হয় না, কাজ করে দেখাতে হয়।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “দিলীপ দা আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ নেতা। তার মন্তব্য নিয়ে কোনো বিতর্ক নেই। দলে সবারই নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আছে।”
রাজনৈতিক মহলের মতে, সুকান্ত মজুমদারের এই মন্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির আক্রমণাত্মক মনোভাবকেই তুলে ধরছে। গুরু পূর্ণিমার মতো ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে তাঁর এই রাজনৈতিক আক্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *