পথসভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ২১ জুলাই শহিদ সমাবেশের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুলাই শহিদ সমাবেশের আগে রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে জোর প্রস্তুতি। শহিদদের স্মৃতিতে ধর্মতলায় আয়োজিত ঐতিহাসিক সমাবেশকে সফল করতে এবার তৃণমূলের লক্ষ্য সর্বাত্মক প্রচার ও সংগঠনিক দৃঢ়তা। তেমনই এক দৃশ্য ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানকার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিশাল পথসভা অনুষ্ঠিত হল দিঘালগাঁও হাটখোলা থেকে শুরু করে বেতনা, মহেশপুর ও দুলেহপুর পর্যন্ত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের ১৩ নম্বর সদস্য আব্দুর রহিম, ১৪ নম্বর সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজম, ব্লক প্রেসিডেন্ট সুভাষ সিনহা এবং রসাখোয়া ১ ও ২ নম্বর অঞ্চলের সমস্ত তৃণমূল নেতৃত্ব। পথসভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ২১ জুলাই শহিদ সমাবেশের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল নেতারা জানিয়েছেন, বাংলার সম্মান রক্ষা করতে শহিদের পথেই হাঁটবে তৃণমূল কংগ্রেস।
২১ জুলাইয়ের মঞ্চে মানুষের ঢল নামাবে এই অঞ্চলে এই পথসভায় আশায় প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *