পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাইকে সামনে রেখে এবং মেদিনীপুরে যুব তৃণমূলের প্রস্তুতি মিছিলকে সামনে রেখে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর অঞ্চলের রাইখা দক্ষিনে প্রস্তুতি মিছিল করলেও তৃণমূল নেতাকর্মীরা, এইদিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন সহ অন্যান্য অঞ্চল ও স্থানীয় নেতৃত্ব। প্রসঙ্গত আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সভা করতে চলেছে তৃণমূল, তারই প্রস্তুতি হিসেবে মেদিনীপুর শহরে প্রস্তুতি মিছিল করবে যুব তৃণমূল।
আগামী ২১শে জুলাইকে সামনে রেখে সন্ধিপুরের রাইখা দক্ষিনে প্রস্তুতি মিছিল তৃণমূলের।

Leave a Reply