আমাদের অঙ্গীকার, বালুরঘাটবাসীর জন্য উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিপূরক পরিষেবা নিশ্চিত করা : অশোক কুমার মিত্র।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাত্রিকালীন ক্যান্টিন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এবং বালুরঘাট পুরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র।

পৌরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, রোগী ও তাদের পরিজনরা রাত্রিবেলা খাবারের অভাবে চরম সমস্যার মুখোমুখি হন। এই নতুন ক্যান্টিন পরিষেবা তাঁদের সেই সমস্যা অনেকটাই দূর করবে। সুলভ মূল্যে খাবার পাওয়ার ব্যবস্থা রাত্রিকালীন পরিষেবার বড় দিক। আমাদের অঙ্গীকার, বালুরঘাটবাসীর জন্য উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিপূরক পরিষেবা নিশ্চিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, পুরসভা প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্টজনেরা। এই ক্যান্টিন এখন থেকে প্রতিদিন রাতে খোলা থাকবে এবং রোগী, তাঁদের আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্মীদের জন্য খাবার সরবরাহ করবে।

এই উদ্যোগকে ঘিরে রোগী ও পরিজনদের মধ্যে স্বস্তি ও সন্তোষের আবহ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *