বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
182

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভাঙ্গন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।
আজ বুধবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা ইলেকট্রিক সাপ্লাই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর অঞ্চলের ভাঙ্গন প্রবন এলাকা মিরপাড়া,রশিদপুর,
ভাকুরিয়া ও কাউয়াডোল সহ একাধিক এলাকার বাসিন্দারা।তাদের দাবি শীঘ্রই ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে।না হলে তারা বৃহত্তম আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ,প্রায় এক মাস আগে ফুলহর নদীতে ব্যাপক ভাঙ্গনের ফলে নদীর উপারে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী পোলগুলি জলের তলায় তদীয় যায়।তারপর থেকে নদী তীরবর্তী ইসলামপুর অঞ্চলের সাতটি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে,ফুলহর নদীর ভাঙ্গনের ফলে নদীর অসংরক্ষিত অঞ্চলে থাকা সাতটি গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।বিদুৎ দপ্তরে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি।বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানান,নদীর অসংরক্ষিত এলাকায় ভাঙ্গনের ফলে বিদ্যুতের ক্ষতি হয়েছে।অবিলম্বে তা সারার ব্যবস্থা করা হচ্ছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here