কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার বার লাইব্রেরির উন্নয়নে ৮০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বুধবার দুই বিধায়ক নিখিল রঞ্জন দে ও সুকুমার রায়কে নিয়ে বার লাইব্রেরিতে যান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সেখানে এসে বার লাইব্রেরীতে বসেন তিনি। সেখানে বার লাইব্রেরীর সদস্যরা তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন। পরে বার লাইব্রেরীর সদস্যেদের সাথে কথা বলেন এবং তাদের মধ্যে বাক্যালাপ হয় বলে জানা গিয়েছে।
জানা গেছে,কোচবিহার রাজ আমল থেকে এই বার অ্যাসোসিয়েশন রয়েছে। সেই বার অ্যাসোসিয়েশন এখন হেরিটেজের আওতায় এসেছে। সেই বার অ্যাসোসিয়েশনে বর্তমানে প্রায় সাড়ে তিনশো সদস্যে। তাদের ঠিকমতো বসার জায়গা নেই,নেই উপযুক্ত পরিকাঠামো,পুঁথি সংরক্ষণ করে রাখার মতো কোন পরিস্থিতি নেই। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কাছে পেয়ে সমস্যার কথা তুলে ধরেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেই অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামাণিক বার অ্যাসোসিয়েশন সংস্কার করার জন্য নিজস্ব দপ্তর থেকে ৮০ লক্ষ টাকা অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন নিশীথ প্রামাণিক।
এদিন এবিষয়ে বার অ্যাসোসিয়েশনে সদস্যের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন,আমি দীর্ঘদিন ধরে বার লাইব্রেরীতে আসতে চাই। কিন্তু যখন সময় করে আসতে চাই। তখনই কোন না কোন নির্বাচন লেগেই রয়েছে। সেই কারণে আসা হয় না। তাই আজ সময় করে আজ কোচবিহার বার লাইব্রেরীতে আসি। সেখানে এসে আইনজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। এই সৌজন্য সাক্ষাতে বার লাইব্রেরির সদস্যরা তাঁকে কিছু উন্নয়নমূলক বরাদ্দ দেওয়ার আবেদন জানান। এরপরই মন্ত্রী তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ৮০ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানান, উত্তরবঙ্গ সহ গোটা বাংলায় কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প করতে চাইছেন। তবে জমি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। রাজ্য সরকার জমি না দেওয়ায় একাধিক প্রকল্প তাঁরা বাস্তবায়ন করতে পারছেন না।