জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পিছনে জঙ্গলের ভেতর রক্তাক্ত ও পোরা অবস্থায় পড়ে থাকা এক যুবক উদ্ধার। ।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ও পোড়া অবস্থায় উদ্ধার এক যুবক । ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল জয়ঘাটা বাজারের নিজের ফার্মেসি থেকে বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ (22) । পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি যাবার পর কে বা কারা সৌভিক কে ফোন করে ডাক দেয় । সৌভিক রাত্রি ১১টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি না ফেরাই পরিবারের লোকরা চিন্তিত হয়ে পড়ে । পরিবারের পক্ষ থেকে সৌভিকের বাবা সজল ঘোষ বলেন ছেলের সমস্ত বন্ধু-বান্ধবের কাছে খবর নেওয়া হয় । কেউ কোন সন্ধান দিতে পারেনি । ভোর থেকে সকাল পর্যন্ত ছেলের কোন খোঁজখবর বা তার কোন সন্ধান পাওয় যাইনি । অবশেষে সকালবেলায় বাজারের পথ চলতি মানুষ দেখতে পাই জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পিছনে জঙ্গলের ভেতর রক্তাক্ত ও পোরা অবস্থায় পড়ে থাকা যুবককে দেখে আমাকে খবর দেয় । পাশাপাশি স্থানীয় লোকজন তাড়াতাড়ি যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । অবস্থার অবনতি থাকায় কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ।কৃষ্ণগঞ্জ হাসপাতালেই খবর পেয়ে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *