নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কিছুদিনের বৃষ্টিতে জলমগ্ন স্কুল। নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংনাড়া পঞ্চায়েতের বল্লভপুর জি এস এফ পি স্কুল। এই স্কুলে কিছুদিনের বৃষ্টিতে ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম জলে থৈথৈ করছে। স্কুলে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা সেই জলের মধ্যে ক্লাস করছে। যাতে এই সমস্যার সুরাহা হয় তার জন্য এবার পথে নামল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তারা স্কুলের গেটে তালা মেরে পথ অবরোধ করে। এই খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হন চাকদা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্মকর্তারা। তারা আশ্বস্ত করে যান খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে। ঠিক তার দুইদিন পর স্কুলে হাজির হন হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার মহাশয়। তিনি সেখানে এসে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান এই সমস্যা সমাধান করতে যা খরচ হয় তিনি নিজের কাছ থেকেই দেবেন। এবং পরবর্তীতে মিড ডে মিলের গৃহনির্মাণ, শৌচালয় নির্মাণের জন্য এম এল এ কোটা থেকে টাকা বরাদ্দ করবেন। আমরা কথা বলেছিলাম বিধায়ক অসীম সরকার, স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে।
জলে ভাসছে স্কুল, পাশে দাঁড়ালেন বিধায়ক অসীম সরকার, নিজ খরচে সমাধানের আশ্বাস।












Leave a Reply