শহর বর্ধমানে 12 দফা দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইউনিফর্ম সিভিল কোড এর বিরুদ্ধে আবারও সোচ্চার আদিবাসীরা । এদিন শহর বর্ধমানে 12 দফা দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।
আদিবাসী সংগঠন ভারত মাঝি যাকাত পরগনা, পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিজয় চন্দ্র সরেন জানান, ইউনিফর্ম সিভিল কোড চালু হলে, আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত হবে, আদিবাসীদের জন্য বনধিকার আইন, শিক্ষা ক্ষেত্রে, এবং ভাষার ক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত হতে হবে।
12 দফা দাবির মধ্যে মূলত ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বিরুদ্ধে এবং পূর্ব বর্ধমান জেলাতেও বেশ কিছু জায়গায় বিভিন্নভাবে আদিবাসীরা পিছিয়ে পড়েছে, তাই স্থানীয় সমস্যার বিষয়গুলো যেন জেলাশাসক গুরুত্ব সহকারে দেখে স্মারকলিপির মাধ্যমে সে আবেদন জানানো হয় জেলা শাসককে।
এছাড়াও মনিপুরকান্ড নিয়ে এদিন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ধিক্কার জানানো হয় । মনিপুর ছাড়াও মালদার ঘটনারও তীব্র নিন্দা করেন আদিবাসী সংগঠন ভারত মাঝি যাকাত পরগনা মহলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিজয় চন্দ্র সোরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *