পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শুকনাতোড় সম্রাট স্পোটিং ক্লাবের ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, আজকে ছিল যার প্রথম দিন, এই দিন ফিতে কেটে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন চন্দ্রকোনারোড বিট হাউসের IC রাজেশ পারুই, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার,রাজিব ঘোষ,মানষ নায়েক,আজিমুউদ্দিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। জানা গিয়েছে মোজাম মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানিয়েছেন ক্লাব সভাপতি জিতু পান্ডে। ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করে এই ফুটবল প্রতিযোগিতায়, তবে প্রথম দিনের এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এলাকার যুবকদের মধ্যে।
সম্রাট স্পোটিং ক্লাবের উদ্যোগে মোজাম মল্লিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রথম দিনেই দর্শকদের উৎসাহ তুঙ্গে।












Leave a Reply