কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার এক প্রতারক।জাল নথি ও ব্যাংক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। WBMDTCL এর তরফ থেকে অভিযোগ করা হলে সেই অভিযোগের ভিত্তিতে তিলজলা থেকে গ্রেফতার প্রতারক আজহার সিদ্দিক। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
পুলিশ সূত্রে খবর……..
২৯/০৭/২০২৫ তারিখে, WBMDTCL (পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ) এর জেনারেল ম্যানেজার/প্রশাসন অভিযোগ করেছেন যে WBMDTCL এর নামে জাল চিঠি প্রচার করা হচ্ছে। এই জালিয়াতি চিঠিগুলিতে ইজারাদারদের বালির মজুদ নিয়মিত করার জন্য জরিমানা হিসাবে মোটা অঙ্কের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একটি ঘটনায়, একজন ইজারাদারকে WBMDTCL এর অফিসিয়াল অ্যাকাউন্টের অনুরূপ একটি জাল ব্যাংক অ্যাকাউন্টে ৩.০১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই অভিযোগ পাওয়ার পর বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে আজহার সিদ্দিক (৩৪), তিলজোলা থেকে গ্রেফতার করে। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন, প্যান কার্ড, আধার কার্ড, FCWBMDTCL IBMPS এর নামে একটি রাবার স্ট্যাম্প এবং অন্যান্য বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে।












Leave a Reply