নিজস্ব সংবাদদাতা, মালদা :- মালদা শহরের মহানন্দাপল্লী সার্বজনীন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল রবিবার। খুঁটিপুজোর মাধ্যমে ৪৭তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করলেন সুকান্ত স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। এদিন সকালে ধর্মীয় আচার মেনে পুজো মন্ডপ প্রাঙ্গণে খুঁটিপুজোর আয়োজন করা হয়। খুঁটিপুজো পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে স্থানীয় ২২নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর তথা সুকান্ত স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তা প্রয়াত বাবলা সরকারকে স্মরণ করে খুঁটিপুজোর মাধ্যমে এবছরের পুজো প্রস্তুতি শুরু করেন। এবছর সুকান্ত স্মৃতি সংঘের ৪৭তম বর্ষের পুজোর থিম শান্তি নিকেতনের উপাসনা গৃহ।
মালদা শহরের পুজো প্রস্তুতিতে জোরকদম, শান্তিনিকেতন থিমে সাজছে সুকান্ত স্মৃতি সংঘ”

Leave a Reply