সামশেরগঞ্জের মাটি থেকে সংখ্যালঘুদের দাবি, ISF-এর ডাকে অধিকার সমাবেশে জনজোয়ার।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল সামশেরগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে ISF-এর ‘অধিকার সমাবেশ’। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আসছেন ISF চেয়ারম্যান ও রাজ্যের একমাত্র ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমাবেশের আসর বসছে সামশেরগঞ্জের হাউসনগর ব্রিজের পাশে গোবিন্দপুরে।

সমাবেশ ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গোটা এলাকা জুড়ে কর্মীদের মধ্যে তীব্র উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে নিরাপত্তা ও ভিড় সামলানোর পরিকল্পনা চলছে জোরকদমে।

স্থানীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে,

> “এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার ও দাবির প্রতিফলন। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কাজের দাবিতে একত্র হচ্ছি। সামশেরগঞ্জের মাটি থেকে দাবি উঠবে—আমরা আর বঞ্চিত হতে চাই না।”

 

স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই মাইকিং ও প্রচার চলছে। অনুমান করা হচ্ছে, হাজার হাজার মানুষ যোগ দেবেন এই সমাবেশে।

নেতৃত্বের পক্ষ থেকে বার্তা—

> “আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পথে আমাদের দাবি উত্থাপন করবো। প্রশাসনের কাছেও আবেদন, যেন সমাবেশ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

 

আগামীকাল দুপুর থেকেই শুরু হবে জমায়েত, বিকেল ৩টা নাগাদ বক্তব্য রাখবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *