পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের রায়ান গ্রামে রোড শো করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

0
19

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য এবং আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গ্রামের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহ বিরোধীদের কুৎসা ও অপপ্রচারের যোগ্য জবাব দিতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের রায়ান গ্রামে রোড শো করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নী ঘোষ বলেন, আর কয়েকদিন বাদেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে আপনারা অতি অবশ্যই জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর নিজের মাথার উপর ছাদ করার জন্য কেন্দ্রের কাছে টাকা চাইছেন না। বাংলার আপামর মানুষদের মাথার ওপর ছাদ তৈরি করার জন্য টাকা চাইছেন। মুখ্যমন্ত্রী নিজ মস্তিষ্কপ্রসূত যে বাহাত্তর টি প্রকল্প তৈরি করেছেন তা বাংলার মানুষদের সুবিধার্থের জন্যই করেছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তৃণমূল সাংসদদের নিয়ে দিল্লি গিয়েছিলেন বাংলা আবাস যোজনা এবং ১০০ দিনের বকেয়া টাকা পাওনার দাবিতে। দিল্লিতে কোন বিজেপির মন্ত্রী দেখা করেননি অভিষেক-বাবুর সঙ্গে। জানতে চাইলে বলা হয় মন্ত্রী এখন দিল্লিতে নেই। সায়নী ঘোষ আরও বলেন, লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই। তাই আবার রাজ্যে তৃণমূল সরকারকে প্রতিষ্ঠিত করতে হলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলায় তৃণমূল সরকারকে গঠন করুন।

বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন,সায়নী ঘোষ যেভাবে মানুষের সাথে মিশে যাচ্ছে এবং যেভাবে প্রচার চালাচ্ছেন এটাই আমাদের দলের কাছে বড় পাওনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে দলটাকে আগলে রেখেছে সেটাই হল দলের কর্মীদের কাছে বিশাল অ্যাডভান্টেজ। পূর্ব বর্ধমান জেলার রায়ান গ্রামে মুখ্যমন্ত্রীর নির্দেশে সায়নী ঘোষ যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে আমাদের এখানের সমস্ত মানুষ ভীষণ খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here