বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে কাঁচরাপাড়ায় পথে নামে বিজেপি কর্মীরা।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে কাঁচরাপাড়ায় পথে নামে বিজেপি কর্মীরা। প্রতিবাদ বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে ওঠে, যা পরে বিজপুর থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রূপ নেয়। সংঘর্ষে গুরুতরভাবে আহত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি।

বিক্ষোভ চলাকালীন পুলিশের বাধা দেওয়ায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পুলিশের হস্তক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজেপির অভিযোগ, “শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ অকারণে লাঠিচার্জ করেছে।”
অন্যদিকে পুলিশের দাবি, “বিক্ষোভকারীরা রাস্তায় অশান্তি সৃষ্টি করায় বাধ্য হয়ে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে জেলা সভাপতি মনোজ ব্যানার্জির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

📌 ঘটনার মূল পয়েন্ট সংক্ষেপে:

📍 ঘটনাস্থল: কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগনা

🚩 বিষয়: শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

⚠️ ঘটনার গতি: পুলিশ–বিজেপি সংঘর্ষ, ধস্তাধস্তি

🩺 আহত: ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ একাধিক কর্মী

👮 পুলিশের ভূমিকা: বিজপুর থানার পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়

⚖️ দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ: বিজেপি–পুলিশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *