পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে, এবং জলপাইগুড়ি তে শিক্ষক গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমতি। শুক্রবার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে অনুষ্ঠিত হয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে প্রতিবাদ কর্মসূচি। শুক্রবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শিবশঙ্কর সাহা বলেন, আমরা শুক্রবার মিলিত হয়েছি যাদবপুরের ছাত্র খুন হলো, আমরা খুনই বললাম, কারণ একটা মেধাবী ছাত্র সে পড়াশোনা করতে গিয়ে ছাদ থেকে পরে মারা গেলো। সেটাকে আমরা খুনই বলবো। প্রশাসন যদি আগাম ব্যবস্থা স্বরূপ রাগিং বন্ধ করতো তাহলে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটতো না। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে। গত বুধবার জলপাইগুড়িতে একটা প্রতিবাদ সভা হচ্ছিলো একই ইস্যুতে, সেখানে প্রতিবাদ সভা শেষ হওয়ার পরে কয়েকজন শিক্ষকএর উপর অতর্কিত আক্রমণ হয়। হামলা চালায় তৃণমূল কংগ্রেসের যুবরা। কিন্তু সেখানকার কোতুয়ালি থানার পুলিশ দুই জন শিক্ষক-কে গ্রেপ্তার করে। কেন সেই দুইজন শিক্ষক কে গ্রেপ্তার করা হলো, তার প্রতিবাদে আমাদের আজকের কর্মসূচি।
শুক্রবার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে অনুষ্ঠিত হয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে প্রতিবাদ কর্মসূচি।

Leave a Reply