দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে গড়ে উঠল এক নতুন সামাজিক সংগঠন, যার লক্ষ্য নাবালক-নাবালিকাদের মধ্যে বাড়তে থাকা বিয়ের প্রবণতা রোধ, পারিবারিক অশান্তি কমানো এবং বয়স্কদের উপর অত্যাচার প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা। ঝাঁসি বাহিনী বালুরঘাটের মহিলাদের পরিচালিত দূর্গা পূজা কমিটি মাতৃ শক্তি সংঘ এন্ড লাইব্রেরীর উদ্যোগে এই সংগঠনের পথচলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডাব্লিউসি চেয়ারম্যান মন্দিরা রায়, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সংগঠনের সদস্যদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।
বালুরঘাটে সামাজিক উন্নয়নে মহিলাদের নেতৃত্বে গড়ে উঠল সংগঠন।

Leave a Reply