পূর্ব স্থলী, নিজস্ব সংবাদদাতা:- নৃত্য শিল্পীদের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং নৃত্যশিল্পীদের এক ছাতা তলায় নিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়ন। বুধবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চাপাহাটি পুরুষোত্তম লজে সংস্থার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এ প্রসঙ্গে সংস্থার সহ-সভাপতি নকুল কুন্ডু তিনি জানিয়েছেন, অনেক সময়তেই দেখা যায় নিত্য শিল্পীদের সাথে দুর্ব্যবহার করে কমিটি, একই সাথে তাদের বিভিন্ন রকম বাজে ডান্সের প্রস্তাব দেয়া হয়, এই সমস্ত বিষয়গুলি যাতে শিল্পীদের সাথে না ঘটে, সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে বর্তমান সময় শিল্পীরা সোশ্যাল মিডিয়াতে নোংরা নাচের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। একই সাথে স্টেজেও বাজে নাচ তারা পরিবেশন করছেন।সেই গুলি যাতে কোনভাবেই আর না মঞ্চস্ত না হয় সেগুলিও সংস্থা আগামী দিনের দেখবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
ও নিচু চাপাটি সংলগ্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে ৩০ টি বৃক্ষরোপণ করা হলো।
বৈঠকের পাশাপাশি পূর্বস্থলীতে ৩০টি বৃক্ষরোপণ করল ডান্স ইউনিয়ন।

Leave a Reply