নিজস্ব সংবাদদাতা, মালদা:—– সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও ৭৯তম স্বাধীনতা দিবস পালন। শুক্রবার সকাল ৯ টা নাগাদ ইংরেজবাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর গায়িত্রী ঘোষ, পলি সরকার সহ অন্যান্য পুরকর্মীরা। এরপর কালিতলা এলাকায় পুষ্প অর্পণ করে শহীদ বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেন পুরপ্রধান। মালদা শহরের নেতাজি মোড়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহ অন্যান্য কাউন্সিলর ও পুরকর্মীরা। এর পাশাপাশি সারাদেশের সঙ্গে মালদা জেলার বিভিন্ন সরকারি অফিস, ক্লাব, বিভিন্ন সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হয় দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস।
নেতাজি মোড়ে মাল্যদান ও দেশাত্মবোধক অনুষ্ঠানে অংশ নিলেন পুরকর্মীরা।

Leave a Reply