মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দেশজুড়ে আজ পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে মুর্শিদাবাদের বহরমপুরে দেখা গেল এক অনন্য দৃশ্য। বহরমপুর মোহন মলের পাশের মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন এলাকার জনপ্রিয় সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।
নামাজের পূর্বে খুতবা পাঠের সময় মসজিদের মাওলানা সাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদ ভবন নির্মাণের জন্য অনুদানের আবেদন জানান। সেই আহ্বান শোনার পরই ইউসুফ পাঠান উদারতার নজির স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে মসজিদে চার হাজার ইট অনুদান দেওয়ার ঘোষণা করেন। মুহূর্তেই মসজিদে উপস্থিত মানুষের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ ছড়িয়ে পড়ে।
নামাজ শেষে ইউসুফ পাঠান স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দারা জানান, “সাংসদ ইউসুফ পাঠান সবসময় মানুষের পাশে থাকেন। আজকের এই উদ্যোগ আমাদের গর্বিত করেছে।”
স্বাধীনতা দিবসের মতো জাতীয় আবেগের দিনে এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ শুধু বহরমপুর নয়, গোটা জেলার মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
Leave a Reply