নিজস্ব সংবাদদাতা, মালদা——অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুসব্যাক( pushback) হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানের কাজ করতে গিয়ে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশী সন্দেহে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে রাজ্য সরকার এর উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা যেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না। এই রাজ্যে কোন কাজ নেই যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। আর তারা সেখানে গিয়ে সমস্যা করছে। এর জন্য দায়ী তৃণমূল পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের।
বাংলাদেশ থেকে ফেরত আনা যুবককে সংবর্ধনা, কেন্দ্রকে তোপ তৃণমূলের।

Leave a Reply