পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংলিশ চ্যানেল জয়ের খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে রাজী নয় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সাঁতারু আফরিন জাবি। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে নতুন কি চ্যালেঞ্জ নেওয়া যায় তার প্রস্তুতিও শুরু করতে চায় সে। আগষ্টের প্রথম সপ্তাহেই ভারত, স্পেন ও ফ্রান্সের সমণ্বয়ে ওই একই চ্যানেলে রিলে রেসে আফরিন নামতে চলেছে বলে জানিয়েছেন ।
গত মঙ্গলবার ১৩ ঘন্টা ৪৫ মিনিট সময় নিয়ে বিশ্ববিখ্যাত ইংলিশ চ্যানেল পার করে মেদিনীপুর বাসী হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। এর আগে মেদিনীপুর শহর তো বটেই অবিভক্ত মেদিনীপুর জেলারও কেউ ওই সাফল্য লাভ করতে পারেননি। গত মঙ্গলবার প্রায় পৌনে দশটা নাগাদ আফরিনের ইংলিশ চ্যানেল জয়ের খবর এসে পৌঁছানোর পরই রীতিমতো উৎফুল্ল শহরবাসী। রাতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সমাজমাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায়। স্বপ্নপূরণ হয়েছে আফরিনের। ছোটবেলা থেকে মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারে হাতখড়ি তার। কোচ শান্তনু ঘোষের কথায়, অদম্য জেদ ও সাহসের উপর ভর করেই আজ সে সাফল্য পেয়েছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে প্রস্তুত আফরিনও। কিন্তু এই মুহুর্তে সর্বত্র অভিনন্দনের বন্যাতেই ভাসছেন সাঁতারু আফরিন। সে বাড়ীতে ফিরলে একাধিক সংস্থার পক্ষ থেকে যে তাকে সম্বর্ধনা দেওয়া হবে তা বলাই বাহুল্য। বাড়ীতে এখন কেবলমাত্র বাবা পিয়ার আলি আছেন। দাদা-বৌদি গত কয়েকদিন আগেই তাকে সঙ্গে নিয়ে লণ্ডন পাড়ি দিয়েছিলেন। পরে যাওয়ার কথা ছিল মা সাবিনা পারভিনের। আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ইংলিশ চ্যানেলে নামার কথা ছিল আফরিনের। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস পেয়ে গত মঙ্গলবারই নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাই মা আর মেয়ের ইতিহাস ছোঁয়ার সাক্ষী থাকতে পারেননি। তবে মঙ্গলবার রাতেই তিনি রওনা হয়ে বুধবার সকালে লণ্ডনে পৌঁছে গিয়েছেন। আপাতত মেয়ের কাছেই থাকবেন তিনি। আনন্দে গোটা পরিবারই। আত্মীয়স্বজনরাও আনন্দে মিষ্টি বিলি করছেন। আফরিন জানিয়েছেন যে প্রথমদিকে আবহাওয়া অনেকটা অনুকূল থাকলেও শেষদিকে ভীষণই বেগ পেতে হয়েছে আফরিনকে। স্রোতের বীপরীতে সাঁতার কেটে যেতে হয়েছে তাকে। ৩৪ কিলোমিটার দূরত্বের ইংলিশ চ্যানেলের একেবারে ফিনিশিং লাইনে মাত্র এক কিলোমিটার দূরত্ব তো ছিল সবথেকে বেশী ভয়ঙ্কর। শেষদিকের ওই সামান্য পথটুকু অতিক্রম করতেই একপ্রকার ৫ থেকে ৬ ঘন্টা সময় লেগেছে। ফিনিশিং লাইন টাচ করে লঞ্চে উঠে আসার পরই কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা চিকিৎসকরা তার চিকিৎসাও করেন। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়েই নতুন উদ্যম নিয়ে জলে ঝাঁপাতে তৈরি আফরিন। এরপর জিব্রালটর প্রণালী পার হতে চায় ইংলিশ চ্যানেল জয়ী আরফিন জারিন।
মেদিনীপুরের মেয়ে আরফিন জুলাই মাসে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন।
বুধবার তিনি মেদিনীপুর ফিরলে তাঁকে সম্বর্ধনা জানানো হয়। তাঁকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পা মেলান মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান , বিধায়ক সুজয় হাজরা সহ সমাজের সকল স্তরের মানুষ। তিনি এদিন তাঁর অভিঞ্জতা শেয়ার করেন।
সম্বর্ধনায় ভাসছেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন।

Leave a Reply