পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে ফাল্গুনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনূর্ধ ১৫ বয়স ও গার্লস লীগ শুরু হয়ে গেল শনিবার, এই খেলায় অংশ নেয় শালবনি ফুটবল একাডেম, হাওড়া ড্রিমস ফুটবল একাডেমি এবং মেদিনীপুর নার্সারি ফুটবল কোচিং সেন্টার ও BRBNMPL ফুটবল একাডেমি, এই দিন উপস্থিত ছিলেন সালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীয়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী জ্যোতিপ্রসাদ মাহাতো, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, শালবনী পঞ্চায়েত সমিতির উপপ্রধান সৌমেন ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
শালবনিতে খেলার মাঠে উৎসব: উপস্থিত প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ গণ্যমান্যরা।।

Leave a Reply