নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার সারা রাজ্যের সাথে মালদহের হবিবপুর ব্লকের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে খেলা হবে দিবস। আর এই দিবসকে সামনে রেখে এদিন এক প্রীতি চার টিমের ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।হবিবপুর ব্লকের কেন্দপুকুর ফুটবল মাঠে।এদিন এই খেলায় উপস্থিত অতিথিদে ব্যাচ পরিয়ে বরণ করে খেলা শুরু হয়।এদিন উপস্থিত ছিলেন হব্বিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল,হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, বিশিষ্ট সমাজসেবি উজ্জ্বল মিশ্র,রাজীব ডাগা, দীপঙ্কর মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানাগিয়েছে।
‘খেলা হবে দিবস’-এ মাঠে নেমে এলেন ক্রীড়াপ্রেমীরা, পুরস্কার বিতরণে উচ্ছ্বাস।

Leave a Reply