মালদা, নিজস্ব সংবাদদাতা : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার হরিশ্চন্দ্রপুর। মঙ্গলবার রাত ন’টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামে দুই পক্ষের মধ্যে বচসা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে জখম হলেন মোট ছ’জন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদের প্রায় সোয়া কাঠা জমি দখল করে পাকা বাড়ি তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল কাকাতো ভাই রুকসেদ আলি ও মাজারুল ইসলামের মধ্যে। অভিযোগ, মাজারুল ওই মসজিদের জমির উপরে বাড়ি তুলেছেন। এ নিয়ে এক মাস ধরে চলতে থাকা অশান্তির অবসান ঘটাতে বুধবার জমি মাপজোকের জন্য আমিন আসার কথা ছিল।
কিন্তু তার আগের দিন রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গ্রামের এক ভরা চায়ের দোকানে মাজারুলকে ডেকে হেনস্থা ও অপমান করেন রুকসেদ। সেখানে প্রথমে দু’পক্ষের মধ্যে তর্ক শুরু হলেও, রুকসেদ মাজারুলকে চড় মারতেই হাতাহাতি বেঁধে যায়। মুহূর্তে দুই পক্ষের পরিবার-পরিজন ঘটনাস্থলে ছুটে এসে একে অপরের উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনায় রুকসেদ পক্ষের দুইজন এবং মাজারুল পক্ষের চারজন জখম হন। গুরুতর আহত হন স্বয়ং রুকসেদ আলি ও মাজারুল ইসলাম। তাদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Leave a Reply