পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী তথা প্রতিষ্ঠার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে শুরু হলো একাধিক আয়োজন।
বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বছর বয়সী ছাত্রদের নিয়ে ৩২ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করে গড়বেতা ১, ২, ৩ ও শালবনী ব্লকের স্কুলগুলি। প্রতিযোগিতার শুভ সূচনা হয় মঙ্গলবার বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সভাপতি রামচন্দ্র পাল, ভারপ্রাপ্ত শিক্ষক ও উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাল, তন্ময় বোস, ফুটবল তারকা প্রলয় সরকার, হিমাংশু সরকার, পীযূষ তেওয়ারি ও আশীষ ঘোষ প্রমুখ।
এছাড়াও প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় বইমেলা, যার উদ্বোধন করেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
Leave a Reply