পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর জমজমাট, শহরের অলি গলিতে চলছে গণেশ দেবের আরাধনা, বিভিন্ন ক্লাব সংগঠন ও স্থানীয় যুবকদের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয় শহরের বিভিন্ন প্রান্তে, তবে গণেশ পূজোকে ঘিরে যাতে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি না হয়, টহলদারিতে রয়েছে পুলিশ, ইতিমধ্যেই জেলা পুলিশের তরফ থেকে শুভেচ্ছা বার্তা সহ সতর্কতা জারি করেছে জেলা পুলিশ।
যানজট এড়াতে টহলদারিতে পুলিশ, গণেশ পূজোয় উৎসবের আবহ।

Leave a Reply