ওয়াকফ ইস্যুতে শাসকদলকে কটাক্ষ বিজেপির, জমি মাফিয়াদের ভয়ে নীরব গ্রামবাসীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-ওয়াকফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সময় ওয়াকফের জমি দখল হয়ে যাচ্ছে। আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের । মালদার রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলেন, তার বিধানসভা কেন্দ্র এলাকায় রতুয়াতে ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে। কারা এই জমি মিফিয়া? তার তিনি বলেন এরা যে দল ক্ষমতায় থাকে তার আশ্রয় থাকে। কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন। বিধায়কের দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে।
তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন।
আর এ নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির।বিজেপি বলেন একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে।আর বেদখল হয়ে যাওয়া ওয়াকফের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে। আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর এ নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন করলে তারা বলেন, চোখের সামনেই ঘটনা ঘটছে কিন্তু বেশি বলা যাবে না। তাহলে আক্রমণ হতে পারে আমাদের উপরে। এতটাই জমি মাফিয়াদের আতঙ্ক তাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *