মালদা, নিজস্ব সংবাদদাতা:- মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল। সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত সাতজন। চাঁচলের আশ্রমপাড়ার ঘটনা। জখম এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাড়তি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর চাঁচলে।
জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দলবলের সংঘর্ষ হয়।হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যার স্বামী সুমিত। অন্যদিকে মাথায় গুরতর আঘাত সহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য চারজনের প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ।
ঘটনায় বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তৃণমূলের মদতে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও কী নিয়ে এই দুইজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে প্রাথমিক ভাবে চিকিৎসা হওয়া জখমদের গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাঁচল।
Leave a Reply