উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রী শ্রী গনেশ পূজার ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। মূলত বিজেপি নেতা তথা ব্যবসায়ী বিজয় দাসের আমন্ত্রণে সাড়া দিয়েই ইসলামপুরে উপস্থিত হয়েছিলেন সাংসদ কার্তিক পাল। এদিন ইসলামপুর বাস টার্মিনাস গনেশ পূজা সমন্বয় কমিটির পূজা পরিদর্শন করেন। পাশাপাশি পূজা কমিটির সদস্যদের মধ্যে ভাব বিনিময় করেন বিজেপি সাংসদ। এছাড়াও গণেশ পূজার মধ্য দিয়ে শুরু হওয়া আগামী পুজোর দিনগুলিতেও মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক সেই কামনাই করেন কার্তিক পাল। সম্প্রতি ইসলামপুর মহকুমার গুঞ্জরিয়া, ধানতলা, পান্জিপারা এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ সাংসদ কার্তিক পাল। ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি এনেছেন। পাশাপাশি জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রীর কাছেও সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন কার্তিক চন্দ্র পাল।
গণেশ পূজায় আমন্ত্রিত অতিথি হয়ে ইসলামপুরে সাংসদ কার্তিক পাল।

Leave a Reply