মুর্শিদাবাদে আইএসএফের বিস্তার, জঙ্গীপুরে দলভুক্ত শতাধিক নতুন মুখ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: জঙ্গীপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল এলাকাবাসী। জিয়ারুল ও অহিকুলের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ আইএসএফ দলে যোগদান করেছেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ-অবজারভার ও জঙ্গীপুর মহকুমার অবজারভার আজমেরুল সেখ, জঙ্গীপুর বিধানসভার সভাপতি রবিউল সেখ, রঘুনাথগঞ্জ বিধানসভার দায়িত্বশীল নেতা কিমু সেখ, আসগার আলি-সহ একাধিক নেতা।

আইএসএফ নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের আস্থা ও ভরসা নিয়ে দল শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে আরও বহু মানুষ দলে যোগ দেবেন বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *