বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশী তকমা লাগিয়ে নির্মম অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল AIDYO,এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সহ সভাপতি অনিন্দিতা জানা, জেলা সভাপতি অলক পন্ডিত, জেলা সম্পাদক শীর্ষেন্দু শাসমল। জেলা সভাপতি বলেন ‘আজ যুব সমাজের কাছে কোনো কাজ না থাকার কারনে সমাজে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বাড়ছে। যুবকরা পরিবার প্রতিপালন করার জন্য হিমশিম খাচ্ছে।মদ মাদকদ্রব্যের প্রসার বাড়ায় নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।এগুলির প্রতিকারের দাবিতে আন্দোলন আমরা গড়ে তুলছি। পাশাপাশি সমস্ত যুব সমাজকে এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *