দুষ্কৃতীদের হামলাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর: বিজেপি-তৃণমূল একে অপরকে দুষছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা: মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ কড়াই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী l লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব।বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর কর হয়। দুষ্কৃতীদের তান্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় l অভিযোগ দুষ্কৃতীদের তান্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও l বাড়িতে ঢুকে বেসরকারি সংস্কার কর্মীর স্ত্রীকেও মারধর করা শীলতাহানির অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে l শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। রেহাই পাইনি বাড়ির বৃদ্ধ মা। তাকেও মাকেও মারধর করা হয় এবং গলার সোনার মালা নেওয়া হয়। এই বিষয়ে সমস্ত ঘটনার লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার।আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার l ঘটনাটি করছে মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে।আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পরিবার। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবীও জানিয়েছেন আক্রান্ত পরিবার। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা শাসকদের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে বাইরের থেকে অনেক বহিরাগতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল সাহাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ফলে বিজেপিরাই ওই বেসরকারি সংস্থা কর্মীর বাড়িতে হামলা করেছে দাবি তৃণমূলের। যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। এ ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়েl

মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে থাকেন প্রসেনজিৎ দে দাস ও তার পরিবার l প্রসেনজিৎ পেশায় বেসরকারি সংস্থায় কাজ করে, কিছুদিন আগে এলাকার এক মন্দিরে কাজ চলছিল সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা এসে মন্দির চত্বরে জুয়া খেলবে তখনই প্রসেনজিৎ দুষ্কৃতীদের জোয়ার আসর বসাতে দেয় না আপত্তি করে। তারপর থেকেই আক্রোশ বেড়ে যায় দুষ্কৃতীদের l এদিকে এদিন রাতে দলবল নিয়ে এসে দুষ্কৃতীরা প্রসেনজিৎ এর বাড়িতে হামলা চালাই মোটরবাই ভাঙচুর করে, তার স্ত্রীকেও গায়ে হাত দেয় শীলতাহানি করার অভিযোগ উঠে। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *