আদিবাসী নৃত্য, মুখোশ অভিনয় ও ফুটবল বিতরণে প্রাণবন্ত বামনগোলা থানার অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—বামনগোলা থানা১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বামনগোলা থানাকে বেলুন দিয়ে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়। বামনগোলা থানা ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে,সোমবার বিকেলে বামনগোলা থানার উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের সহযোগীতায় অনুষ্ঠানে শুরুতে আরে বন্যার্ত শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে,মালদা জেলা পুলিশ ব্যান্ড,বামনগোলা থানার পুলিশ,সিভিক ভলেন্টিয়ার, মুখোস অভিনয়ের দল,আদিবাসী নিত্য, এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে। ।এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি থেকে পুলিশের আধিকারিক সকলকে বরণ মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এই অনুষ্ঠান আদিবাসী নৃত্য থেকে মুখোশ অভিনয়, এবং বাল্যবিবাহ সহ সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকরা বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন দলকে ফুটবল তুলে দেওয়া হয়। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইক চালকদের একটি করে হেলমেট তুলে দেওয়া হয়। তার পাশাপাশি সচেতন বার্তা তুলে ধরা হয় তাদের মধ্যে।এদিন উপস্থিত ছিলেন, –অতিরিক্ত পুলিশ সুপার আলী আবু বাক্কার, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, মালদা জেলা পরিষদের কর্মদক্ষা পূর্ণিমা বারাই দাস।, মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার, সহ পুলিশের বিভিন্ন আধিকারিক থেকে স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *