নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দেওরের হাতে খু*ন হলেন বৌদি। ‘সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের পিড়াল গাড়িয়া গ্রামে। জানা গেছে, মৃত মহিলার নাম সুনিতা মুর্মু। বয়স ২৪ বছর। স্বামীর নাম নায়েব কিস্কু।ওই গৃহবধূ শশুর তথা অভিযুক্তর বাবা জানান, তার বড় ছেলে সকালে ঘুম থেকে উঠেই জমিতে কাজ করতে চলে যান।তিনিও নিজে বাড়ির বাইরে ছিলেন বাড়ি আসার পথে তিনি দেখতে পাই তার ছোট ছেলে সঞ্জীব কিস্কু পুকুর পারে তার বৌদিকে কোদাল দিয়ে আঘাত করছে, চিৎকার করতেই এলাকবাসী ছুটে আসে। কিছুক্ষণ পরে তার বড় ছেলে শুনতে পান বাড়িতে বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে। এই খবর পেয়েই তিনি তড়িঘড়ি ছুটে বাড়ি ছুটে যান। বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ো লাগোয়া পুকুর পাড়ে তার স্ত্রী গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এবং তার ভাই সঞ্জীব কিস্কুকে গ্রামবাসীরা বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। লোকমুখে জানতে পারেন তার ভাই কোদাল দিয়ে তার স্ত্রীর ঘাড়ে এবং পিঠে আঘাত করেছে। কেন, কী কারণে সেই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই জানাতে পারেন নি। এরপর, তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খুঁটিতে বেঁধে রাখা অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
মালদায় পারিবারিক অশান্তি? দেওরের হাতে প্রাণ গেল গৃহবধূর।

Leave a Reply