পুজোর আগে দাঁতন ২ ব্লকে আদিবাসী সম্প্রদায় পেল নতুন ধামসা-মাদল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুজোর প্রাক্কালে গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ব্লক প্রশাসনের উদ্যোগে প্রদান করা হলো ধামসা মাদল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার প্রদান করা হয় ধামসা মাদল। দাঁতন দুই ব্লকের তুরকা গ্রাম পঞ্চায়েত এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এই ধামসা মাদল প্রদান করা হয় যারা গান-বাজনা সঙ্গে যুক্ত। এইদিন বিডিও অভিরূপ ভট্টাচার্য নিজের হাতে তুলে দেন ধামসা-মাদল ও বাজানারর বিভিন্ন সরঞ্জাম। বাজনার এই ধরনের জিনিস পেয়ে অত্যন্ত খুশি গান বাজনার সঙ্গে যুক্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *