আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বন দপ্তরের বিশেষ অভিযানে তিন টুকরো হাতির দাঁত, (প্রায় দুই কিলো) চিতা বাঘের চারটি দাঁত সহ গ্রেফতার এক দম্পতি। জলদাপাড়া বন বিভাগের তরফে অভিযান চালিয়ে তাঁদের বন্যপ্রাণীর দেহাংশ সহ গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃত দের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন টুকরো হাতির দাঁত। যার ওজন ২ কেজি। চারটি চিতা বাঘের দাঁত। একটি ছোট গাড়ি উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান বলেন,” গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। অভিযানে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থেকে হাতি ও চিতার দেহাংশ উদ্ধার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
গোপন সূত্রে অভিযান, ছোট গাড়ি সহ হাতির দাঁত-চিতার দাঁত বাজেয়াপ্ত।

Leave a Reply