নিজস্ব সংবাদদাতা, মালদা:- আর কয়েকদিন বাদে দুর্গাপূজা দুর্গাপূজার প্রাক্কালে মালদা মহেশ্বরী মহিলা সংগঠনের পক্ষ থেকে দুইদিনব্যাপী এক এক্সিবিশনের আয়োজন করা হয় মালদা মহেশ্বরী ভবনে। মহেশ্বরী মহিলা সংগঠনের সদস্যরা এই এক্সিবিশন কাম সেলসের ব্যবস্থা করেন। এদিনের এই সেলস কাম এক্সিবিশনের উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন, মহেশ্বরী মহিলা সংগঠনের সভাপতি অমৃতা সারদা, সম্পাদক নেহা চিতলাঙ্গিয়া, সুনিতা চিতলাঙ্গিয়া,সহ মহিলা সংগঠনের সদস্য সহ বিশিষ্টজনেরা। এখানে বিভিন্ন ধরনের কাপড়ের সম্ভার, জুয়েলারী,সু, বিভিন্ন ডিজাইনের ব্যাগ, কুর্তি, আরো বেশ কিছু সামগ্রী রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ডিজাইনের সামগ্রী আনা হয়েছে বিশেষ করে রাজস্থানের জয়পুর, কলকাতা, দিল্লি, মুজাফফরপুর, শিলিগুড়ি থেকে বিভিন্ন ধরনের সামগ্রী ও উপহার সামগ্রী তার পাশাপাশি প্রতিমার সা
জের ও সম্ভার রয়েছে।
উদ্বোধনে উপস্থিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

Leave a Reply