নিজস্ব সংবাদদাতা, মালদা—- — গন্ডগোলের ঘটনায় ধৃত নির্দোষ অভিযুক্তদের দ্রুত মুক্তি দেওয়া এবং গন্ডগোলে জড়িত তৃণমূলের প্রাক্তন যুব নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবীতে চাঁচল থানায় শুক্রবার রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার আন্দোলন শুক্রবার বিকাল থেকে রাত পেরিয়ে শনিবার খবর লেখা পর্যন্ত জারি রয়েছে বলে জানা গেছে। তিনি টানা ১৮ ঘন্টারও বেশি সময় ধরে চাঁচল থানা চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোচ্চার হয়েছেন থানার আইসির অপসারণের দাবীতে। উল্লেখ্য, সম্প্রতি চাঁচল সদর এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী সুমিত সরকারের মধ্যে গন্ডগোল, মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনায় রক্ত ঝরে। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে চাঁচল থানার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, এই গন্ডগোলের ঘটনায় তৃণমূলের এক প্রাক্তন যুবনেতা জড়িত রয়েছে। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। উল্টে পুলিশ গোটা ঘটনায় মিথ্যা কেস সাজিয়েছে নির্দোষদের গ্রেপ্তার করেছে। যার প্রতিবাদে তার এই আন্দোলন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
থানার আইসির অপসারণ ও গন্ডগোলের ন্যায্য তদন্তের দাবিতে বিজেপি সাংসদের হুঁশিয়ারি।

Leave a Reply