আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ক্যালেন্ডারের হিসেব বলছে, বাঙালির সেরা উত্সব মাত্র আর মাত্র বাকি হাতে গোনা কয়েকটি দিন । দুর্গাপুজো উৎসব মুখর পরিবেশে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ। পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন আনন্দ, উৎসব আর জমজমাট কেনাকাটা চলে, তেমনই বেড়ে যায় মানুষের ভিড়, নগদ লেনদেন এবং মূল্যবান সামগ্রীর আদান-প্রদান। ফলে দুর্গাপুজোর আগে আগেই বিভিন্ন এলাকায় বাড়ে চুরি, ছিনতাই এর মত ঘটনা। আর ঠিক তার আগে এই ধরনের অপরাধমূলক ঘটনা রুখতে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার সহ বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালালো জটেশ্বর ফাঁড়ির পুলিশ। উপস্থিত ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়। এদিন জটেশ্বরের বিভিন্ন সোনার দোকানে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন পুলিসের পদস্থ কর্তারা। সোনার দোকানগুলিতে সিসি ক্যামেরা কাজ করে কি না, এসব খতিয়ে দেখা হয়। পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট সোনার দোকানগুলিতেও সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার উপরে জোর দিচ্ছে পুলিশ।
চুরি-ছিনতাই রুখতে বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযান।

Leave a Reply