দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- কয়েক দিন আগেই হয়ে গেল আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। এবার আসছে বিশ্বকাপ। তাই ক্রিকেটের আমেজ চারিদিকে। এই মরশুমেই সদ্য কিশোরদের নিয়ে দুর্গাপুরের তরুণ উদয় সংঘ ক্রিকেট একাডেমির পরিচালনায় আয়োজিত হয় অনূর্ধ্ব-১৩ ডিউস ক্রিকেট টুর্ণামেন্ট। এই টুর্ণামেন্টে অংশ নেয় ৮টি দল।শেষ পর্যন্ত ফাইনালে ওঠে দুর্গাপুরের তরুণ উদয় সংঘ ক্রিকেট একাডেমি ও দুবরাজপুরের ডিএসএ ক্লাব। উল্লেখ্য, গত ৬-ই জুন থেকে শুরু হয় এই ক্রিকেট টুর্ণামেন্ট। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দুবরাজপুরের ডিএসএ ক্লাব। এই ক্লাবের খেলোয়াড়রা ১৭৭ রানের লক্ষ্যমাত্রা দেয় দুর্গাপুরের তরুণ উদয় সংঘ ক্রিকেট একাডেমিকে। কিন্তু দুর্গাপুরের তরুণ উদয় সংঘ ক্রিকেট একাডেমি সেই রান করতে ব্যর্থ হয়। শেষমেশ দুবরাজপুরের ডিএসএ ক্লাব ২ রানে বিজয়ী হয়। এদিন ফাইন্যাল ম্যাচে ৫৩ রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় ডিএসএ ক্লাবের দেবকরণ ও পুরো টুর্ণামেন্ট জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত ছাপ রাখার জন্য ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয় তরুন উদয় সংঘ ক্রিকেট একাডেমির প্রিয় দে। ফাইন্যাল ম্যাচে দুই দলকে দুটি সুদৃশ্য ট্রফি উপহার দেওয়া হয়।
Leave a Reply