পড়াশোনা, খেলাধুলা ও পুষ্টি পরিষেবা একসঙ্গে — হিলির তিন পঞ্চায়েতে নতুন শিশু আলো শুরু।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল পঞ্চায়েতের আগ্রা, ধলপাড়া পঞ্চায়েতের চাপাহাট ও জামালপুর পঞ্চায়েতের গাড়না সংসদে তিনটি নতুন শিশু আলোয়ের শুভ উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার। গ্রাম পঞ্চায়েতের প্রধান। আইসিডিএস এর কর্মী সহায়িকা। স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া অন্যান্যরা। মূলত স্থানীয় এলাকার দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে আইসিডিএস প্রকল্পের অন্তর্গত হিলি ব্লকের তিনটি পঞ্চায়েতে তিনটি শিশু আলোয় শুভ উদ্বোধন হলো। এর ফলে অত্র এলাকার শিশু ও মায়েদের শিশু আলোয় গিয়ে সহজে তাদের পরিষেবা পাবেন। পাশাপাশি শিশুদের উপযোগী করে তোলা হয়েছে ঘরগুলি। যেখানে পড়াশোনা খেলার ছলে পড়াশোনা খাবার ব্যবস্থা খেলাধুলা করার জায়গা সহ একাধিক আধুনিক পরিষেবা উপলব্ধ রয়েছে। এতে করে পিছিয়ে পড়া এলাকার মা ও শিশুদের পুষ্টির অভাবসহ একাধিক সরকারি পরিষেবা তারা গ্রহণ করতে পারবেন। চিরঞ্জিত সরকার বলেন, স্থানীয় দের দাবি মেনে অবশেষে এই তিনটি শিশু আলোয়ের শুভ উদ্বোধন হলো। শিশু ও মায়েদের স্বাস্থ্যের বিষয়ে আরো সচেতন হতে পারবে না। পরিষেবা আরো হাতের কাছে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *