দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরে বিশ্বাসপাড়া পেট্রোল পাম্পের উল্টোদিকে একটি আবাসনের নিচে ভিক্ষাবৃত্তি করার পর দুইজন মহিলা বসে সারাদিনে উপার্জন ভাগ বাটোয়ারা করছিল। ভাগ বাটওয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হতেই একজন ব্যাগে থাকা লোহার হাসুয়া দিয়ে অন্য জনকে আক্রমণ করে। তার মাথায়, হাতে ও ঘাড়ে একাধিক কোপ মেরে দেয়। যন্ত্রনায় চিৎকার করতে থাকেন আক্রান্ত বয়স্ক মহিলা। আবাসনের রক্ষীরা ছুটে এসে হাত থেকে অস্ত্র কেড়ে নেন কিন্তু ততক্ষণে রক্তাক্ত হয়ে গেছেন ওই মহিলা। এরপরই হইচই শুরু হতেই এলাকায় লোকজন জমে যায়। আক্রমণকারী মহিলাকে আটকে রাখা হয় আবাসনের সামনে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। বালুরঘাট থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে পাঠায় বালুরঘাট হাসপাতালে। অন্য জনকে নিয়ে গেছে বালুরঘাট থানায়। এখনো পর্যন্ত ওই দুই মহিলার পরিচয় জানা যায়নি। ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কোন গন্ডগোলের কারণেই এই আক্রমণ বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
Leave a Reply